The Top Five Smart Phones in The Year 2017
The Top Five Smart Phones in The Year 2017
The Top Five Smart Phones in The Year 2017
Buy a new smartphone? Do not think that the best phone in
the market? Let's go for the tech radar. Let's know about the top five
smartphones in the year 2017.
Samsung Galaxy S8

Samsung Galaxy S8

The main attraction of the phone is its 5.8-inch Infiniti
display. The frame around the display is slim and the phone will look great.
The 8 megapixel camera has been provided for 12 megapixels and front cellphones.
With 3000 mAh battery, the Fast Charging feature has been added to the phone. 4
GB of RAM and 64 GB internal storage and additional microSD card can be used up
to 256 GB. The phone weighs 155 grams.
Samsung Galaxy S8 Plus

Samsung Galaxy S8 Plus

For those who prefer a big display, Samsung Galaxy S8 Plus
is for them. The other features of the phone are compatible with the Galaxy S8,
but the big display and big battery galaxy fans have watched. The Galaxy S8
Plus has a display of 6 inches inches. 3500 mAh battery is used, which can last
long. The weight of the phone is 173 grams.
Apple iPhone 7 Plus

Apple iPhone 7 Plus

Among the Apple iPhones, iPhone 7 Plus is one of the Powerful
devices. Apple's bad reputation for battery backup, has changed the reputation
of the iPhone 7 plus. The 5-inch 5-inch Retina display is used in the phone.
The camera has two 12-megapixel lenses which can be cleaned with a little
light. The front camera has been given 7 megapixels. Includes 2900 mAh battery,
which can be spoken for 21 hours and can be heard for 60 hours.
Samsung Galaxy Note 8

Samsung Galaxy Note 8

Galaxy Note 8 is a fast smartphone. Ideal for those who love
to draw on a smartphone. There is a lot of advantages of using aspen (pen) with
a large display of 6 inches 3 inches. The phone uses two 12 megapixel lenses.
The front camera is 8 megapixels. With 3300 mAh battery you can talk 22 hours
and listen to music for 74 hours.
One Plus 5

One Plus 5

The Indianapolis budget has created a good reputation by
creating a smartphone. Now the Vanplus 5 is their most modern smartphone. 5.5
inch display, dual lens, 3300 mAh battery has been given a great look. The main
attraction of the phone is the charging speed. The company claims, 60 percent
charge is charged at 30 minutes. The phone is less than the comparative price.
সেরাদের সেরা পাঁচ স্মার্টফোন
২০১৭ সালের সেরাদের সেরা পাঁচ স্মার্টফোন
নতুন স্মার্টফোন কিনবেন? বাজারের সেরা ফোন কোনটি ভেবে পাচ্ছেন না? তাহলে টেক রাডারের কল্যাণে চলুন জেনে নেওয়া যাক ২০১৭ সালের সেরা পাঁচ স্মার্টফোনের কথা।
ফোনটির মূল আকর্ষণ হচ্ছে এর ৫ দশমিক ৮ ইঞ্চি ইনফিনিটি ডিসপ্লে। ডিসপ্লের চারপাশের ফ্রেমটি সরু হওয়ায় ফোনটি দেখতে অসাধারণ মনে হবে। পেছনে ১২ মেগাপিক্সেল এবং সামনে সেলফির জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ৩০০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি ফাস্ট চার্জিং ফিচার যুক্ত করা হয়েছে ফোনটিতে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং অতিরিক্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে ২৫৬ জিবি পর্যন্ত। ফোনটির ওজন ১৫৫ গ্রাম।
যাঁরা বড় ডিসপ্লে পছন্দ করেন, স্যামসাং গ্যালাক্সি এস৮ প্লাস তাঁদেরই জন্য। ফোনটির অন্যান্য ফিচার গ্যালাক্সি এস৮-এর সঙ্গে মিল থাকলেও বড় ডিসপ্লে এবং বড় ব্যাটারি গ্যালাক্সি ভক্তদের নজর কেরেছে। গ্যালাক্সি এস৮ প্লাসের ডিসপ্লে রাখা হয়েছে ৬ দশমিক ২ ইঞ্চি। ৩৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ সময় চলতে সক্ষম। ফোনটির ওজন ১৭৩ গ্রাম।
অ্যাপল আইফোনগুলোর মধ্যে আইফোন ৭ প্লাস অন্যতম পাওয়ারফুল একটি ডিভাইস। ব্যাটারি ব্যাকআপ নিয়ে যে দুর্নাম রয়েছে অ্যাপলের, তা অনেকটাই সুনামে পরিবর্তন করেছে আইফোন ৭ প্লাস। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চি রেটিনা ডিসপ্লে। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে দুটি ১২ মেগাপিক্সেলের লেন্স, যা দিয়ে অল্প আলোতে পরিষ্কার ছবি তোলা যায়। ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৭ মেগাপিক্সেল। ২৯০০ এমএএইচ ব্যাটারি যুক্ত রয়েছে, যা দিয়ে ২১ ঘণ্টা কথা বলা যাবে এবং ৬০ ঘণ্টা গান শোনা যাবে।
গ্যালাক্সি নোট ৮ একটি দ্রুতগতির স্মার্টফোন। যাঁরা স্মার্টফোনে আঁকতে পছন্দ করেন, তাঁদের জন্য আদর্শ। ৬ দশমিক ৩ ইঞ্চির একটি বড় ডিসপ্লের সঙ্গে এসপেন (কলম) ব্যবহারে নানা সুবিধা রয়েছে। ফোনটিতে দুটি ১২ মেগাপিক্সেলের লেন্স ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল। ৩৩০০ এমএএইচ ব্যাটারিটি দিয়ে ২২ ঘণ্টা কথা বলা যাবে এবং ৭৪ ঘণ্টা গান শোনা যাবে।
ওয়ানপ্লাস বাজেট স্মার্টফোন তৈরি করে ভালো সুনাম অর্জন করেছে। এখন ওয়ানপ্লাস ৫ তাদের সবচেয়ে আধুনিক স্মার্টফোন। ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে, ডুয়েল লেন্স, ৩৩০০ এমএএইচ ব্যাটারির মতো ভালো ফিচার দেওয়া হয়েছে। ফোনটির মূল আকর্ষণ হচ্ছে চার্জিং স্পিড। প্রতিষ্ঠানটির দাবি, ৩০ মিনিট চার্জে ৬০ ভাগ চার্জ হয়। ফোন তুলনামূলক দামেও কম।
No comments
Follow Me ....