To Remove Clothes From 7 Types Of Stereotypes
Learn About Witchcraft Techniques To Remove 7 Types Of Stereotypes From Cloth
Cloth
scars are one of the most painful problems. Especially
when you get stains in favorite clothes, it feels very annoying and the mind
becomes worse. Because
there are many scars that can not be easily removed.
1) Oil Spots
As you wear oil in a
cloth, absorb the oil from the cloth by pressing a tissue paper Take it better. Then
the cloth was wet with water and it was a little water Prepare detergent paste
by detergent and keep it in 15-20 minutes. Then wash the clothes thoroughly
with hot water and the oil spots will be raised. With this method, you can
easily remove the grid marks.
2) The Way To Get Rid Of ink Stains
When the stains of the
stomach in the cloth get torn, make some paste with the cornflower and paste it
like a paste. Put this paste on top of the stain and let it dry for a few
hours. Then one Gently brush it with the brush. There
will be no spots at all.
3) The Methods Of Staining Of Tea, Coffee, Soft Drinks And Juices
These
stains are very stubborn, they do not want to be easy. If
this type of stain is found, the cloth should be soaked in water for 10
minutes. Then wash the laundry soap or liquid detergent or detergent paste with
water. Then put this paste on the scarf. When the light becomes dry, wash the
cloth with hot water in the detergent. The spots will be raised.
4)
The Method Of Scouring Sweat
Anxiety
in clothing is another boring issue for sweating. To make this stain, make a
mixture of 4 tablespoons baking soda in 1/4 mg water. Apply this mixture well
to the sweat section of the cloth and rub it with an old toothbrush. Leave the
cloth in this way for 1 hour and leave the mixture to sit Cloth Then wash the
clothes naturally. If you are dry, you cannot see sweat stains.
5)
Chocolate Spots
Chocolate
car does not like. But no one likes to wear chocolate spots. If the stigma is
taken unnecessarily, try to remove the chocolate quickly as soon as possible to
solve this problem.Then
put the detergent hot water in the warm water. If the brown spots still leave
the cloth then still Add little hand sanitizer in the water and keep it for a
little more time. Then wash the clothes with hot water.
6)
Mehedy Stains
Do
not be sad when you put a scent on the clothes after hooding. Mixing water and
baking soda, like paste on top of the stain. If you are dry then rub it with
cold water. In spite of this, Mehdi's stain will leave a lot.
7)
Make-up Stains
Women
can makeup and put a little stain on the clothes. If the makeup spots are
removed from the cloth, add detergent to a little water and make a paste and
put it on the stain. After drying, gently remove it. There will be no spots.

কাপড় থেকে ৭ ধরণের জেদী দাগ দূর করার জাদুকরী কৌশলগুলো শিখে নিন

কাপড়ের দাগ খুবই যন্ত্রণাদায়ক সমস্যাগুলোর মধ্যে অন্যতম। বিশেষ করে পছন্দের কাপড়ে দাগ লাগলে খুবই বিরক্ত লাগে এবং মনও খারাপ হয়ে যায়। কারণ এমন অনেক দাগ রয়েছে যা সহজে তোলা যায় না।
১) তেলের দাগ তোলার পদ্ধতি
কাপড়ে তেল পড়ার সাথে সাথে একটি টিস্যু পেপার চেপে ধরে কাপড় থেকে তেল শুষেনিন ভালো করে। এরপর কাপড়টি পানি দিয়ে ভিজিয়ে নিয়ে এতে অল্প পানি ও
ডিটারজেন্ট দিয়ে ডিটারজেন্টের পেস্ট তৈরি করে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট।
এরপর গরম পানিতে ভালো করে কাপড় ধুয়ে নিন তেলের দাগ উঠে যাবে।
এই পদ্ধতিতে গ্রিজের দাগও তুলে ফেলতে পারবেন সহজেই।
২) কালির দাগ তোলার পদ্ধতি
কাপড়ে কালির দাগ লেগে গেলে কর্ণফ্লাওয়ারের সাথে কিছুটা দুধ মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন।
এই পেস্ট দাগের উপরে লাগিয়ে কয়েকঘণ্টা রেখে শুকিয়ে যেতে দিন। তারপর একটি
ব্রাশ দিয়ে আলতো করে ঘষে তুলে নিন। দাগ থাকবে না একেবারেই।
৩) চা, কফি, সফট ড্রিংকস ও জুস ধরণের জিনিসের দাগ তোলার পদ্ধতি
এই ধরণের দাগ খুবই জেদী হয়ে থাকে, সহজে উঠতে চায় না। এই ধরণের দাগ লাগলে কাপড়টি ১০ মিনিট পানিতে ভালো করে ভিজিয়ে রাখুন। এরপর কাপড় ধোয়ার সাবান বা লিক্যুইড ডিটারজেন্ট বা ডিজারজেন্টের পেস্ট তৈরি করুন পানির সাহায্যে। এরপর এই পেস্টটি কাপড়ের দাগের উপর লাগিয়ে রাখুন।
হালকা শুকিয়ে উঠলে কাপড়টি গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।
৪) ঘামের দাগ তোলার পদ্ধতি
কাপড়ে ঘামের দাগ আরেকটি বিরক্তিকর যন্ত্রণার বিষয়। এই দাগ তুলতে ১/৪ মগ পানিতে ৪ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে মিশ্রন তৈরি করুন।এই মিশ্রণটি কাপড়ের ঘামের দাগের অংশে ভালো করে লাগিয়ে নিন এবং একটি পুরোনো টুথব্রাশ দিয়ে ঘষে নিন। ১ ঘণ্টা এভাবেই কাপড়টি রেখে মিশ্রণটি বসে যেতে দিন
কাপড়ে। এরপর স্বাভাবিকভাবে কাপড় ধুয়ে ফেলুন। শুকিয়ে গেলে ঘামের দাগ দেখতে পাবেন না পছন্দের কাপড়ে।
৫) চকলেটের দাগ তোলার পদ্ধতি
চকলেট কার না পছন্দ। কিন্তু চকলেটের দাগ কাপড়ে লাগা কারোরই পছন্দ নয়।
অসাবধানতাবশত যদি দাগ লেগেই যায় তাহলে এই সমস্যা সমাধানে প্রথমেই যতোটা সম্ভব চকলেট দ্রুত তুলে ফেলার চেষ্টা করুন।এরপর ডিটারজেন্ট মেশানো গরম পানিতে কাপড়টি ভিজিয়ে রাখুন। যদি এরপরও বাদামী দাগ থেকে যায় কাপড়ে তাহলে, পানিতে সামান্য হ্যান্ড স্যানিটাইজার মিশিয়ে আরও খানিকক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর গরম পানি দিয়েই কাপড় ধুয়ে নিন।
৬) মেহেদীর দাগ তোলার পদ্ধতি
শখ করে মেহেদী লাগাতে গিয়ে কাপড়ে দাগ লেগে গেলে মন খারাপ করবেন না।পানি ও বেকিং সোডা মিশিয়ে পেস্টের মতো তৈরি করে দাগের উপরে দিন।শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। এতেও মেহেদীর দাগ অনেকটাই চলে যাবে।
৭) মেকআপের দাগ তোলার পদ্ধতি
নারীরা মেকআপ করে গিয়ে একটু আধটু দাগ কাপড়ে লাগিয়েই ফেলতে পারেন।
মেকআপের দাগ যদি কাপড় থেকে তুলতে সামান্য পানিতে ডিটারজেন্ট মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের উপরে লাগিয়ে রাখুন।এরপর শুকিয়ে উঠলে আলতো করে ঘষে তুলে ফেলুন। দাগ থাকবে না।
No comments
Follow Me ....