You will be a Wonderful Mother ! If you have 21Qualities
You will be a Wonderful Mother ! If you have 21 Qualities
You can see whether you are in the midst of all
these great qualities. On the contrary, it is not good for children ! ( Mother is
the absolute refuge for child )

Motherhood is one of the most desirable things in women's
life. But only if mother can be born? The answer is - no! If only a mother
could be born, then all the women in the world would have been a very good
mother. I want to be a mother long preparation and practicing. Because not only
the child's future, depending on the mother of the future of the country! A
nice mother can only build excellent children, who are coming to the country
next.
But what quality is a nice mother to make a woman? It is
highlighting 21 significant attributes. You can see whether you are in the
midst of all these great qualities. On the contrary, it is not good for
children !
1.You are a man educated enough Educate is
not only institutional degree but you are educated in all the good qualities of
life. You have received education from every section of life.
2. You are a
aware citizen
3. You are an attractive man. You hate the
ugliness.
4. You love children. Can do anything for
children.
5. You love to be clean in front of your
conscience. You hate the wrong way.
6. You think the kids are not future
insurance. Because of your old age the child will see you, because you do not
want to have a child.
7. You are patient. Very patient
8. You do not like beating children.
Another way to govern is to feel better.
9. You are self-reliant people. Used to do
all the work itself.
10. You never talk using rough language, do not abuse. You
do not like to scream.
11. You are interested in food, nutrition,
health etc., and keep a good knowledge of children.
12. You are a clean and tidy person in
personal life.
13. You are not lying alone Or try as
little as you can.
14. You do not think that the only good
thing for children to be good at reading is their only work.
15. Your own personal turmoil does not
leave you on top of someone else.
16. Children do not think of your burden.
You consider working people and children as a duty.
17. There is a lot to learn
to observe a child. You're curious about these nuances of child rearing. You do
not have to worry about this.
18. You have good reputation as a decent
man in society. You are admired for the feeling of genteel.
19. You are mentally healthy You do not
have any mental illness.
20. You love to read, write, garden, paint, or do such
creative work.
21. You are not involved in TV or social
media in any way.
Mother is not just a mother, she is the whole
world of baby So the world must be beautiful and sophisticated. Only then will
the children grow properly.
আপনি হবেন একজন চমৎকার মা
!এই ২১টি গুণের অধিকারী হয়ে থাকলে
আপনার মাঝেও আছে কিনা মিলিয়ে দেখতে পারেন এই দারুণ সব গুণাবলী। এর বিপরীত হলে তা সন্তানদের জন্যে কোনক্রমেই ভালো নয় ! ( সন্তানের জন্য মা হচ্ছে পরম আশ্রয় )
মাতৃত্ব নারীর জীবনের পরম আকাঙ্ক্ষিত বিষয়গুলোর মাঝে একটি। কিন্তু কেবল জন্ম দিলেই কি মা হওয়া যায়? উত্তরটি হচ্ছে- না! কেবল জন্ম দিলেই যদি মা হওয়া যেত, তাহলে জগতের সকল নারীই খুব ভালো মা হতেন। মা হবার জন্য চাই দীর্ঘ প্রস্তুতি আর চর্চা। কারণ কেবল সন্তানের ভবিষ্যৎই নয়, মায়ের ওপরে নির্ভর করে দেশের ভবিষ্যৎও! একজন চমৎকার মা-ই কেবল গড়ে তুলতে পারেন চমৎকার সন্তান, যারা কিনা দেশের আগামী।
কিন্তু কোন গুণগুলো একজন নারীকে বানায় চমৎকার মা? তুলে ধরা হচ্ছে উল্লেখযোগ্য ২১টি গুণের কথা। মিলিয়ে দেখতে পারেন আপনার মাঝেও আছে কিনা এই দারুণ সব গুণাবলী। এর বিপরীত হলে তা শিশুদের জন্যে কোনক্রমেই ভালো নয়!
১। আপনি পর্যাপ্ত শিক্ষিত একজন মানুষ। শিক্ষিত মানে প্রাতিষ্ঠানিক ডিগ্রি কেবল নয়, আপনি জীবনের সকল সুন্দর গুণাবলিতে শিক্ষিত। জীবন প্রতিটি অধ্যায় থেকে আপনি শিক্ষা গ্রহণ করে থাকেন।
২। আপনি একজন সচেতন নাগরিক।
৩। আপনি একজন রুচিশীল মানুষ। কদর্যতা আপনি ঘৃণা করেন।
৪। আপনি শিশুদেরকে ভালোবাসেন। শিশুদের জন্য যে কোন কিছু করতে পারবেন।
৫। নিজের বিবেকের সামনে পরিষ্কার থাকতে আপনি ভালোবাসেন। অন্যায় পথকে আপনি ঘৃণা করেন।
৬। আপনি মনে করেন বাচ্চারা ভবিষ্যতের ইন্সুরেন্স নয়। বৃদ্ধ বয়সে সন্তান আপনাকে দেখবে বলেই কেবল আপনি সন্তান মানুষ করতে চান না।
৭। আপনি ধৈর্যশীল। অত্যন্ত ধৈর্যশীল।
৮। শিশুদের প্রহার করা আপনি পছন্দ করেন না। শাসন করার জন্যে অন্য পদ্ধতিই ভালো মনে করেন।
৯। আপনি আত্মনির্ভর মানুষ। নিজের সব কাজ নিজেই করতে অভ্যস্ত।
১০। আপনি কখনোই বাজে ভাষা ব্যবহার করে কথা বলেন না, গালাগাল করেন না। চিৎকার করাও আপনার অপছন্দের।
১১। আপনি শিশুদের খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য ইত্যাদি ব্যাপারে আগ্রহী এবং ভালো জ্ঞান রাখেন।
১২। ব্যক্তিগত জীবনে আপনি পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো একজন মানুষ।
১৩। আপনি মিথ্যা একাবারেই বলেন না। কিংবা চেষ্টা করেন যতটা কম বলা যায়।
১৪। আপনি মনে করেন না যে শিশুদের জন্য লেখাপড়ায় ভালো হওয়াটাই আসল, সেটাই তাদের একমাত্র কাজ।
১৫। নিজের ব্যক্তিগত অশান্তি আপনি কখনোই অন্য কারো ওপরে ঝাড়তে যান না।
১৬। শিশুদেরকে আপনার বোঝা মনে হয় না। আপনি কর্মঠ মানুষ এবং শিশু পালনকেও কর্তব্য হিসেবেই বিবেচনা করেন।
১৭। একটি শিশু পালন করার জন্য জানতে হয় অনেক কিছুই। আপনি শিশু পালনের এইসব খুঁটিনাটি বিষয়ে জানতে আগ্রহী। এসবে আপনার বিরক্তি নেই।
১৮। সমাজে ভদ্র মানুষ হিসেবে আপনার সুনাম আছে। ভদ্রতা বোধের জন্য আপনি প্রশংসিত।
১৯। আপনি মানসিকভাবে সুস্থ। কোন রকমের মানসিক অসুস্থতা আপনার নেই।
২০। আপনি পড়তে, লিখতে, বাগান করতে, ছবি আঁকতে বা এই ধরণের ক্রিয়েটিভ কাজ করতে ভালোবাসেন।
২১। আপনি কোনভাবেই টি ভি বা সোশ্যাল মিডিয়া আসক্ত নন।
মা কেবল মা-ই নন, তিনি শিশুর পুরো দুনিয়া। তাই সেই দুনিয়াকেই হতে হবে সুন্দর ও পরিশীলিত। কেবল তখনই শিশুরা বেড়ে উঠবে সঠিকভাবে ।
No comments
Follow Me ....