Upset ? Helpless ? But read it
Upset ? Helpless ? But read it

If there is some money in your pocket, there are some diversions, and you can understand where you are going to go, you know that you are one of the 18% of the world's wealthiest people.

If you can read this yatra and understand its meaning and you understand that you are lucky than the three million people who can not see or suffer from mental problems.
Not to be found in the absence of life, not the period of unwarranted charges. You should be grateful for thousands of reasons. Let's find out that today we have achieved human life, we are living in a normal life and forget about all the hardships.
মন খারাপ ? অসহায় ? তবে এটা পড়ো
তোমার যদি ্ফ্রিজে খাবার থাকে, গায়ে কাপড় থাকে, মাথার ওপর ছাদ থাকে, রাতিরে ঘুমােবার জন্য জায়গা থাকে
বুঝবে , গোটা পৃথিবীর ৭৫% লোকের চেয়ে তুমি ধনী ।
তোমার পকেটে যদি কিছু টাকা থাকে , কিছু ভাংতি থাকে আর তুমি তোমার মনমত যেখানে খুশি যেতে পার বুঝবে তুমি গোটা পৃথিবীর ১৮% বিত্তশালীদের একজন ।
তুমি যদি সুস্হ-সবল-নিরোগ শরীর নিয়ে আজকের দিনটা বাঁচতে পার তাহলে বুঝবে তুমি পৃথিবী সেই ১০ লক্ষ লোকের চাইতে সুখী য়ারা আগামীকাল বা আগামী সপ্তাহের মধ্যেই মারা যাবে ।
তুমি যদি আমার এই বাত্রাটা পড়তে পার এবং এর অর্থ ও বুঝতে পার তারমানে তুমি সেই ৩০ লক্ষ মানুষের চেয়ে ভাগ্যবান যারা চোখে দেখতে পায় না বা মানসিক সমস্যায় ভোগে ।
জীবনটা পাওয়া না পাওয়ার হিসেবে মিলাবার স্হান নয়, অহেতুক অভিযোগের সময়কাল নয় । হাজারটা কারণে তোমার উচিৎ কৃতজ্ঞ থাকা । আসুন আজ যে আমরা মানবজীবন লাভ করেছি , স্বাভাবিক জীবনযাপন করছি এটা উপলব্দি করে সব কষ্ট ভুলে যাই ।
Hi, If You Like This Post, Kindly Comment Below The Post And Do Share Your Response.Thanks For Reading And Watch Video.
No comments
Follow Me ....